রাজশাহীর ১৩ পৌরসভায় মাঠ দাপাচ্ছেন মনোনয়ন প্রত্যাশিরা

রাজশাহীর ১৩ পৌরসভায় মাঠ দাপাচ্ছেন মনোনয়ন প্রত্যাশিরা

কাজী শাহেদ, রাজশাহী:

রাজশাহীর ১৩ পৌরসভায় নির্বাচন ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। এবার আওয়ামী লীগের মনোনয়ন চান এক ঝাঁক তরুণ। আর বিএনপি ভরসা রাখছে পুরাতনদের ওপর।

এ বছরের শেষ অথবা আগামী বছরের শুরুর দিকে হতে পারে রাজশাহীর পৌরসভাগুলোতে নির্বাচন।

বর্তমান মেয়রদের পাশাপাশি প্রচারণার মাঠে আছেন আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে বর্তমান মেয়রদের পাশাপাশি প্রচারণার মাঠে এক ঝাঁক তরুণ। দল তাদের উপর ভরসা রাখবে-এমন প্রত্যাশা তাদের।

আরও পড়ুন:


সৌদি অনুমোদিত ১৮টি এজেন্সির মাধ্যমে ভিসা রিনিউ


তরুণ প্রার্থীদের মাঠে থাকাকে ইতিবাচক হিসেবেই দেখছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তবে জনপ্রিয় আর যোগ্যদের তালিকা কেন্দ্রে পাঠানোর কথা জানালেন তিনি।

বিএনপির বর্তমান মেয়রদের পাশাপাশি গতবারের মনোনয়নপ্রত্যাশিরাই আছেন মাঠে। দল তাদের ওপরই ভরসা রাখবে এমনটা মনে করছেন তারা।

যারা এখন মেয়র আছেন, তারা এগিয়ে-জানিয়ে জেলা কমিটির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বলেন, বিএনপি জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেবে। মাঠ পর্যায়ে তারা সেই কাজও শুরু করেছেন।

রাজশাহীর ১৪টি পৌরসভার মধ্যে ১০টিতে আওয়ামী লীগ ও ৪টিতে বিএনপি সমর্থিতরা মেয়র।

 news24bd.tv কামরুল