মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্প-বাইডেন বিতর্ক বুধবার

মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্প-বাইডেন বিতর্ক বুধবার

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি মাত্র ৩৫ দিন। তবে এরই মাঝে মুখোমুখি হতে যাচ্ছে, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন।  

দুই প্রার্থীর বিতর্ক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশটির জনগণ।

বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকাল ৭টা এবং যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডের কেজ ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বিতর্ক শুরু হবে।


আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে আবার ভেনিজুয়েলায় ইরানি ট্যাংকার


সিএনএন, ফক্স নিউজ, সিবিএস, এবিসি, সি-স্প্যান, এনবিসি ও এমএনবিসি সরাসরি সম্প্রচার করবে এই বিতর্ক অনুষ্ঠানটি। দুই প্রেসিডেন্ট প্রার্থীর আসন্ন বিতর্ককে হঠাত্ করে পেছনে ফেলে দিয়েছে ট্রাম্পের ৭৫০ ডলারের আয়কর প্রদানের ঘটনা। তবে ট্রাম্প এই খবরকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন।  

news24bd.tv সুরুজ আহমেদ