মেইন ফোর্স থেকে ছিটকে পড়েছে গণমাধ্যম!

শওগাত আলী সাগর

মেইন ফোর্স থেকে ছিটকে পড়েছে গণমাধ্যম!

শওগাত আলী সাগর

“গণমাধ্যম এখন নিজেকে সংবাদমাধ্যম হিসেবে না ভেবে উপ-রাজনৈতিক শক্তি হিসেবে ভাবছে। ”- অসাধারণ এই বিশ্লেষণটি করেছেন -সাংবাদিক, গবেষক, শিক্ষক আফসান চৌধুরী।  

গণমাধ্যম এখন আর নিজেদের ‘রাজনৈতিক শক্তি’ কিংবা রাজনৈতিক শক্তির উপর প্রভাব বিস্তারকারী ফোর্সের জায়গায় নেই। এটি এখন ‘সাব ফোর্স’ অনেকটা ‘সাব স্ট্যান্ডার্ড’ জিনিসের মতো।

আফসান ভাইকে ধন্যবাদ জানাই এমন চমৎকার একটা উপমা ব্যবহার করার জন্য।

গণমাধ্যম যদি ‘উপ-রাজনৈতিক’ শক্তি হয়-তাহলে তাদের কর্মীরা কি? তারাও ‘সাব স্ট্যান্ডার্ড পলিটিক্যাল এক্টিভিষ্ট? আফসান চৌধুরী সম্ভবত এই বিষয়ে কিছু বলেননি।


 আরও পড়ুন: সুশান্তের সঙ্গে সম্পর্কে কথা স্বীকার সারার, বিচ্ছেদের কারণ বিশ্বস্ততা


গতকাল সারা বিশ্বে ‘বিশ্ব সংবাদ দিবস’ পালিত হয়েছে। বাংলাদেশের এই দিবসটি নিয়ে কোনো ধরনের আলোচনা হয়েছে- এমন তথ্য বা খবর চোখে পড়েনি।

গণমাধ্যমের যে কর্মীরা নানা বিষয়ে ফেসবুকে নিজেদের মতামত প্রকাশ করেন- তারা্ও ‘সংবাদ’ নিয়ে   বা ’সংবাদ দিবস’ নিয়ে কোনো  মতামত প্রকাশ করেছেন বলে চোখে পড়েনি। পড়েনি। হয়তো হয়ে থাকবে।

’মেইন ফোর্স’ থেকে ছিটকে পরে ‘সাব ফোর্স’ হয়ে গেলে তখন আর নিজেদের বিষয় নিয়ে কথা বলারও সুযোগ থাকে না।

news24bd.tv নাজিম