মালদ্বীপের অর্থনীতি ২০২২ সাল নাগাদ ঘুরে দাঁড়াবে

মালদ্বীপের অর্থনীতি ২০২২ সাল নাগাদ ঘুরে দাঁড়াবে

নিজস্ব প্রতিবেদক

করোনার আঘাত থেকে ২০২২ সাল নাগাদ মালদ্বীপের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির অর্থমন্ত্রী ইব্রাহিম আমির। স্থানীয় সংবাদমাধ্যমে অর্থমন্ত্রীর এ আশাবাদের কথা জানানো হয়েছে বলে তথ্য দিয়েছে সিনহুয়া।

ইব্রাহিম আমির জানান, করোনার কারণে মালদ্বীপের পর্যটন খাতের কার্যক্রম স্থবির হয়ে পড়াতেই মারাত্মক ক্ষতি হয়েছে। গেল বছর দেশটিতে ১৬ লাখ পর্যটকের সমাগম হয়েছিল।

তবে সমপরিমাণ পর্যটক ২০২২ এর আগে ফিরবেনা বলেই মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, নতুন করে বেশকিছু অবকাঠামোগত প্রকল্প হাতে নিতে যাচ্ছে মালদ্বীপ সরকার। যার মধ্যে দেশটির বন্দরগুলোর স্থানান্তর ও সেতু নির্মাণ অন্যতম।

news24bd.tv সুরুজ আহমেদ