অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিডিও প্রতিযোগিতা

অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিডিও প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিডিও প্রতিযোগিতা। অস্ট্রেলিয়ার আয়োজিত এই ভিডিও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশের নবম থেকে দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীরা।  

অস্ট্রেলিয়া সরকারের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশন পরিচালিত এ প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের ইংরেজী ভাষায় দক্ষতার পাশাপাশি ভিডিও কন্টেন্ট তৈরীতে দক্ষতা যাচাই করা হবে।   

অংশগ্রহণকারীদের যে বিষয়গুলোর ওপর ভিডিও কন্টেন্ট নির্মাণের নির্দেশনা দেয়া হয়েছে, সেগুলো হলো:

ভবিষ্যৎ পরিকল্পনা বা কাজ- ভবিষ্যতে তোমার স্বপ্নের পেশা কি ?

বন্য প্রণী ও পরিবেশ : করোনা মহামারি কীভাবে বন্যজীবন ও পরিবেশকে প্রভাবিত করেছে।

বিজ্ঞাপনি শহর নির্মাণ।

লকডাউনের নীল সময়: কোভিড- ১৯ মহামারি মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর যে নেতিবাচক প্রভাব ফেলেছে তার নতুন ও ভিন্ন সমাধান বের করা।

দায়িত্বশীল তরুণ উদ্ভাবক এবং উদ্যোক্তারা কিভাবে আপনার মাধ্যমে উপকৃত হতে পারে সে বিষয়ে দুর্দান্ত ও ইতিবাচক ধারণা।

সমসাময়িক ও গঠনমূলক নানা বিষয় নিয়ে অস্ট্রেলিয়ার সরকারের আয়োজনে এই ভিডিও কম্পিটিশানে বাংলাদেশ ছাড়াও অংশ নিবে ভারত ও শ্রীলঙ্কার শিক্ষার্থীরা।

আর ভিন্নধর্মী এই প্রতিযোগিতাটি চলবে আগামী ২৩শে নভেম্বর পর্যন্ত।  


আরও পড়ুন: নুরুর শাস্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে স্মারকলিপি দিল মুক্তিযুদ্ধ মঞ্চ


প্রতিযোগিরা অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলির ওয়েবসাইট থেকে এই প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন।

news24bd.tv নাজিম