দুদকের মামলায় জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

দুদকের মামলায় জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নকল N-95 মাস্ক সরবরাহের অভিযোগে জেএমআইর চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।  

মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদক পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করে।  

মামলার অন্য আসামিরা হলেন-কক্সবাজার জোনের তত্ত্বাবধায়ক জাকির হোসেন, সিএমইচডির সাবেক সহকারি পরিচালক শাজাহান সরকার, সাবেক কোঅর্ডিনেটর জিয়াউল হক, অতিরিক্ত কোঅর্ডিনেটর সাব্বির আহমেদ, স্টোর কিপার কবির আহমেদ ও সিনিয়র স্টোর কিপার ইউসুফ ফকির।
 


আরও পড়ুন: চট্টগ্রামে তরুণী ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার


গ্রেপ্তারের পর রিমান্ডে পেতে আবদুর রাজ্জাককে নেয়া হয়েছে আদালতে। পাঁচ দিনের রিমান্ড আবেদন করবে দুদক।

news24bd.tv নাজিম