দূর্গাপূজার প্রস্তুতি

দূর্গাপূজার প্রস্তুতি

খোকন কর্মকার, জামান আখতার

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২২ অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হবে এ পূজা। ২৬ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে। এ দুর্গোৎসবকে কেন্দ্র করে চাঁদপুর ও চূয়াডাঙ্গার বিভিন্ন পূজা মন্ডপে  প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

আয়োজকরা বলছেন, করোনা পরিস্থিতির কারণে এ বছর দুর্গাপূজা স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে উদযাপন করা হবে।
চাঁদপুরের বিভিন্ন মন্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। মাটির তৈরি প্রাথমিক কাজ শেষ করেছেন তারা। কেউ কেউ মাটিকে সুন্দর, মসৃন ও দৃর্ষ্টিনন্দন করার জন্য তুলির আচঁড়ও দিচ্ছেন।

news24bd.tv

কারিগররা জানান, দূর্গাপূজার সময়ই কাজ করে তারা যা আয় করে তা দিয়েই সারা বছর চলতে হয় তাদের। তবে করোনার কারণে এ বছর প্রতিমা তৈরির কাজ কম পেয়েছেন। আবার মজুরিও কম। এ অবস্থায় আর্থিক সংকটে দিন কাটাতে হবে তাদের।

চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তমাল কুমার ঘোষ বলছেন, সরকারি নির্দেশনা মেনে ছোট পরিসরে পূজার আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুন: ছাত্রলীগের বেপরোয়া আচরণ প্রধানমন্ত্রীকে জানাবেন সিলেট মহানগর আ.লীগ সভাপতি

এদিকে, চুয়াডাঙ্গার মন্ডপগুলোতে চলছে দূর্গাপুজার প্রতীমা তৈরির কাজ। দেশের বিভিন্ন জেলা থেকে কারিগররা চুয়াডাঙ্গায় এসে কাজ করছেন। তবে, এবার করোনার কারণে কাজের তোড়জোর তেমন নেই বলে জানালেন কারিগররা।

news24bd.tv

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহরায় বলেছেন, আগামী ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়ে ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ  হবে।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর