মশার অত্যাচারে অতিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ

মশার অত্যাচারে অতিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ

রফিকুল আলম

চাঁপাইনবাবগঞ্জে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মশার ওষুধ না ছিটানো এবং নালা-নর্দমা পরিষ্কার না করায় দিন দিন মশার বংশ বিস্তার বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে মশার কামড়ে ডেঙ্গু মহামারী আকার ধারণ করতে পারে এমন আশঙ্কায়ও তারা।

চাঁপাইনবাবগঞ্জে মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে নাগরিক জীবন।

বাসা-বাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, অফিসসহ বিভিন্ন স্থানে মশার আক্রমণ থেকে রক্ষা পাচ্ছেন না কেউই। মশার কয়েল, স্প্রে সব কিছুই মশার কাছে হার মানছে।

news24bd.tv

স্থানীয়দের অভিযোগ, মশার বংশ বিস্তার রোধে ওষুধ ছিটানোর কথা থাকলেও পৌর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় উপদ্রব বেড়েই চলেছে। এ অবস্থায় ডেঙ্গু, ম্যালেরিয়াসহ মশাবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় তারা।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম জানালেন, করোনা পরিস্থিতির মধ্যেও মশা নিধন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

তবে ডেঙ্গু মোকাবিলায় এডিস মশা নিধনসহ জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

আরও পড়ুন: ছাত্রলীগের বেপরোয়া আচরণ প্রধানমন্ত্রীকে জানাবেন সিলেট মহানগর আ.লীগ সভাপতি

জনদুর্ভোগ কমাতে নিয়মিত মশা নিধনকরী ওষুধ প্রয়োগ করাসহ নানা উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর