ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতরা হলেন- ইশান মিয়া (২০) ও মনির হোসেন (২৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার লালপুর ইউনিয়নের লামাবায়েক গ্রামে এ ঘটনা ঘটে। ইশান লামাবায়েক গ্রামের মিজানুর রহমানের ছেলে ও মনির একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

নিহত ইশানের চাচা মো. আব্দুল্লাহ জানান, তার এক ভাই বিদেশ থেকে লামাবায়ের গ্রামের আলী আজম নামে এক ব্যক্তির কাছে টাকা পাঠায়। ব্যবসার কথা বলে নেওয়া ওই টাকা ফেরত দিতে আলী আজম গড়িমসি করে।

মঙ্গলবার বিকেলে ইশানসহ আরও দুইজন টাকা আনতে গেলে আলী আজম পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর