বরগুনার রিফাত হত্যা মামলার রায় আজ (ভিডিও)

ফখরুল ইসলাম

বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরিফ হত্যাকান্ড মামলার রায় আজ। গত বছরের ২৬ জুন রিফাত শরিফ হত্যাকান্ডের একবছরে বিচারিক আদালতে যুক্তি তর্ক ও ৭৬ স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দিতে যাচ্ছে আদালত।  

মামলায় একজন পলাতক ও নিহত রিফাত শরীফের স্ত্রী মিন্নি জামিনে থাকলেও বাকী আট আসামী কারাগারে রয়েছেন।

news24bd.tv

২০১৯ সালের ২৬ জুন।

বরগুনা সরকারি কলেজের সামনে ফিল্মি কায়দায় দিনে দুপুরে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকান্ডের মূল অভিযুক্ত নয়ন বন্ড বন্দুকযুদ্ধে মারা যায়। তবে হত্যাকান্ডে অংশ নেয়া বাকী ১২ জনকে আসামী করে মামলা করে তার বাবা হালিম দুলাল শরীফ।

প্রায় এক বছরের বিচারিক প্রক্রিয়ায় রিফাত শরীফের স্ত্রী মিন্নিসহ প্রাপ্ত বয়স্ক ১০ আসামীর বিরুদ্ধে ৭৬ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় দেবেন জেলা ও দায়রা জজ আছাদুজ্জামানের আদালত।


আরও পড়ুন: লাইফ সাপোর্টে আবুল হাসানাত আব্দুল্লাহ


রিফাত শরীফ হত্যাকান্ড মামলায় অভিযুক্ত

১ নং আসামী রকিবুল হাসান। হত্যাকান্ডে সরাসরি অংশ নেয় বলে জানা যায়।
২ নং আসামী আল কাইয়ুম হত্যা পরিকল্পনাকারীদের একজন।
৩ নং আসামী মোহাইমিনুল রিফাত শরীফকে হত্যা করতে কলার ধরে স্পটে নিয়ে যায়।
৪ নং আসামী টিকটক হৃদয়  লাঠিসোটা দিয়ে হত্যা নিশ্চিতের দায়িত্বে ছিলো।
৫ ও ৬ নং আসামী হাসান ও মুসা বন্ড হত্যায় পাহারাদার হয়ে সহায়তা করে।
৭ নং আসামী আয়েশা সিদ্দিকা মিন্নি নিহত রিফাত শরীফের স্ত্রী। এ মামলায় প্রথমে স্বাক্ষী থাকলেও হত্যা তদন্তে সংশ্লিষ্টতা খুঁজে পায় তদন্ত কর্মকর্তা।
৮ ও ৯ ও ১০ নং আসামী রাফিউল, সাগর ও কামরুল ইসলাম হত্যায় প্রচোরণা দিয়ে, আসামীদের মোটর সাইকেলে পালাতে সহায়তা করে।

এ হত্যাকান্ডের বিচার কাজ দ্রুত শেষ হওয়ায় খুশি নিহত রিফাত শরীফের পরিবার। তবে তারা একই সাথে ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন।

news24bd.tv সুরুজ আহমেদ