ময়মনসিংহে ইমাম হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে ইমাম হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

সৈয়দ নোমান, ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ইমাম হাফেজ মাওলানা আজিম উদ্দীন হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরা হচ্ছেন- সিরাজ শেখ (২৫) ও সুজন মিয়া (২৫)।

তারা দুজনই এজাহারভুক্ত আসামি।

বুধবার সকালে গাজীপুর জেলার শ্রীপুর থানার বরমী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি শাহ কামাল আকন্দ।

আরও পড়ুন: ছাত্রাবাসে গণধর্ষ‌ণ: তারেক ৫ দিনের রিমান্ডে

তিনি আরও জানান, গত ১৯ সেপ্টেম্বর উপজেলার পাগলা থানার বেলদিয়া গ্রামে এশার নামায শেষে বাড়ি ফেরার পথে সাধুয়া মসজিদের ইমাম হাফেজ মাওলা আজিম উদ্দীনকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে চলে যায় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরদিন নিহতের স্ত্রী বিলকিছ খাতুন বাদী হয়ে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বর্তমানে তারা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আছে বলে জানিয়েছেন ওসি শাহ কামাল আকন্দ।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর