আইসিডিডিআরবিতে প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক

আইসিডিডিআরবিতে প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) প্রথমবারের মতো একজন বাংলাদেশি নির্বাহী পরিচালক পেল। সংস্থাটির আন্তর্জাতিক বোর্ড অব ট্রাস্টিজ ড. তাহমিদ আহমেদকে পরবর্তী নির্বাহী পরিচালক পদে নিয়োগ দিয়েছে।

আরও পড়ুন: সন্তানকে বিক্রি করলেন বাবা, ইউরিয়া খেয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা!

তিনি আইসিডিডিআরবির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিডিডিআরবি জানায়, তাহমিদ আহমেদ ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে নির্বাহী পরিচালক পদে তাঁর দায়িত্ব শুরু করবেন।

২০১৩ সাল থেকে এ পদে থাকা জন ডি ক্লেমেন্সের স্থলাভিষিক্ত হবেন তিনি।

আরও পড়ুন: একাদশের অনলাইন ক্লাস ৪ অক্টোবর থেকে

news24bd.tv তৌহিদ