‘ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা’, পুলিশ কর্মকর্তা অবরুদ্ধ

‘ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা’, পুলিশ কর্মকর্তা অবরুদ্ধ

রেজাউল করিম মানিক, রংপুর

রংপুর নগরীতে পুলিশের বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেট দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে জোরপূর্বক ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেট্রোপলিটন পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (এএসআই) সায়েমকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগরীর চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

চেকপোস্ট এলাকার স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ফিরোজ খান রাজু তার অফিসের পাশের একটি চায়ের দোকানে চা খেতে যান। এ সময় সিগারেটের প্যাকেটে ইয়াবা ট্যাবলেট দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করে
এবং হাতে হাতকড়া দিয়ে টেনেহেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এএসআই সায়েম। ওই ব্যক্তির সহকর্মীরাসহ এলাকাবাসী এতে বাঁধা দেয়।

পরে বিক্ষুব্ধ জনতা ওই পুলিশ কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে।

আরও পড়ুন: সন্তানকে বিক্রি করলেন বাবা, ইউরিয়া খেয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা!

খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে যান।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ্ কাওছার বলেন, আমরা আনিত অভিযোগসহ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছি। তদন্ত শেষে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: কোনো সাপোর্ট ছাড়াই হাঁটতে পারছেন ইউএনও ওয়াহিদা

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর