সমালোচনাকারীদের একহাত নিলেন বাফুফে সভাপতি

মাহফুজুল ইসলাম

নিজের সমালোচনাকারীদের আবারো একহাত নিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সমালোচনাকারী সাবেক ফুটবলারদের কেউ না কেউ পেট্রোনাইজ করে বলে মন্তব্য করেছেন তিনি।

নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ও সমালোচনাকারীরা ভোটের ফলাফলের মাধ্যমে জবাব পাবে বলেও বিশ্বাস তার।

বাফুফের নির্বাচনী খেলায় শক্ত প্রতিদ্বন্দ্বীরা মাঠে না থাকায় অনেকটাই নির্ভার কাজী সালাউদ্দিন।

নানা মহল থেকে আসছে তার এক যুগের কর্মকাণ্ডের নানা সমালোচনা। এমনকি তার পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের করা সমালোচনার বিষয়ে এতোদিন মুখ না খুললেও নির্বাচনের দিন দুই আগে জানালেন, ভোট বাক্সেই এসব সমালোচনার উত্তর অপেক্ষা করছে।

১২ বছর ধরে ক্ষমতায় কাজী সালাউদ্দিন। তার আমলেই র‌্যাঙ্গিংয়ের সর্বনিম্মতে নেমে যাওয়া, ভুটানের সাথে হেরে ১৮ মাসের ফুটবল নির্বাসনের মতো লজ্জায় পড়েছিলো দেশের ফুটবল।

সেসব বিষয়ে সবচেয়ে বেশি সরব ছিলেন সাবেক ফুটবলাররা। এবার সালাউদ্দিন তার সমালোচনা করা সাবেক ফুটবলারদের এক হাত নিলেন।

আরও পড়ুন:‘গা শিউরে ওঠার মতো’ বর্ণনা দিলেন গণধর্ষণের শিকার তরুণীর স্বামী

তিন মেয়াদে ক্ষমতায় থাকা কাজী সালাউদ্দিনের পার করতে হয়েছে তিনটি নির্বাচনী বৈতরণী। তবে এবারের বাস্তবতা ভিন্ন। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় অনেকটাই কি নির্ভার কাজী সালাউদ্দিন? উত্তরে কৌশলি বাফুফে বস।

ফিফা এএফসির প্রতিনিধি না থাকলেও সংস্থাদুটি নির্বাচনকে পূর্ণ বৈধতা দেবে বলে-ই বিশ্বাস বাফুফে সভাপতির।

আরও পড়ুন: এবার সাভারে গণধর্ষণের আরেক লোমহর্ষক ঘটনা

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর