সুপার কাপ শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ

সুপার কাপ শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ

নিজস্ব প্রতিবেদক

বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে জার্মান সুপার কাপের শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ। আসরের ফাইনালে জোড়া গোল হজম করার পরও দারুণ ভাবে কামব্যাক করেছিলো ডর্টমুন্ড। তবে, শেষ দিকে জসুয়া কিমিচের গোলে শিরোপা নিশ্চিত হয় বাভারিয়ানদের।  

আলিয়াঞ্জ অ্যারেনায় ঘরোয়া ফুটবলে মৌসুমের প্রথম শিরোপার লড়াই জার্মান সুপার কাপের ফাইনালে ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথেয়তা দিয়েছিলো বায়ার্ন মিউনিখ।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে বাভারিয়ানরা।

ফলাফল, ম্যাচের ১৮ মিনিটে তোলিসোর নিচু শট গোলরক্ষকের পা হয়ে ক্রসবারে লেগে ফেরত আসলে, ফিরতি বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন ফরাসি এই মিডফিল্ডার।

৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুলার। বাঁ দিক থেকে আলফোনসো ডেভিসের ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন জার্মান এই ফরোয়ার্ড।

এর মাত্র সাত মিনিট পরই ম্যাচে ফেরে ডর্টমুন্ড। হলান্ডের পাস ডি-বক্সের মুখে ধরে সামনে এগিয়ে জোরালো উঁচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন জার্মান ফরোয়ার্ড ব্রান্ডট।


আরও পড়ুন: আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়: ইরান


দ্বিতীয়ার্ধের দশম মিনিটে সমতা টেনে লড়াই জমিয়ে তোলেন হলান্ড। টমাস দেলেনির রক্ষণচেরা পাস ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে বল জালে পাঠান নরওয়ের তরুণ ফরোয়ার্ড।

৮২ মিনিটে দারুন নৈপুণ্যে স্বাগতিকদের এগিয়ে নেন জোসুয়া কিমিচ। তার নেয়া প্রথম শট গোলরক্ষক ফেরত পাঠালেও, ফিরতি পাস ধরে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন জার্মান মিডফিল্ডার। ফলে, ৩-২ গোলের জয়ে শিরোপা উল্লাসে মাতে জার্মান জায়ান্টরা।

news24bd.tv সুরুজ আহমেদ