বিশ্বে করোনায় গেল ২৪ ঘণ্টায় আবারও সংক্রমণ বেড়েছে

বিশ্বে করোনায় গেল ২৪ ঘণ্টায় আবারও সংক্রমণ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসে বিশ্বজুড়ে গেল ২৪ ঘন্টায় সংক্রমণ আবারও কিছুটা বেড়েছে। একদিনে আক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখ ৯ হাজার। প্রাণ হারিয়েছে ৬ হাজারের বেশি। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩ কোটি ৪১ লাখ ৪৩ হাজার।

আর মোট প্রাণহানি ছাড়িয়ে গেলো ১০ লাখ ১৮ হাজার।

ভারতে অব্যাহত রয়েছে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ। একদিনে ৮৬ হাজার ৭৪৮ জন আক্রান্ত ও ১ হাজার ১৭৯ জনের প্রাণহানি হয়েছে দেশটিতে। তবে এমন পরিস্থিতিতেও ১৫ অক্টোবর থেকে ধাপে ধাপে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।


আরও পড়ুন: জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ


একদিনে যুক্তরাষ্ট্রে ৪০ হাজার ৪৭২ ও ব্রাজিলে ৩৩ হাজার ২৬৯ জন আক্রান্ত হয়েছে। দুই দেশেই প্রাণ হারিয়েছে ৯ শতাধিক। করোনা ভ্যাকসিনের ডোজ দেয়ার জন্য সিনোভ্যাকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ব্রাজিলের সাও পাওলো।  

সাম্প্রতিক এক গবেষণায় যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা নিরাপদ ও বয়স্কদের জন্যও কার্যকর বলে দাবি করছে মডার্না ইনকরপোরেশন। এদিকে, বিশ্বের সব দেশের বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক ভ্যাকসিন প্রকল্পের তহবিল গঠনে অর্থ দিয়ে সহযোগিতার সময় চলে এসেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

news24bd.tv সুরুজ আহমেদ