গাজীপুরে বনরুই উদ্ধার

গাজীপুরে বনরুই উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈরে পাচারকারীদের ফেলে যাওয়া একটি বনরুই উদ্ধার করা হয়েছে। তিন ফুট লম্বা ও ১২ কেজি ওজনের বনরুইটি  বুধবার সকালে উপজেলার চন্দ্রা এলাকার রেঞ্জ অফিসের সামনে থেকে উদ্ধার করা হয়।

বন অধিদফতরের বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আবদুল্লাহ-আস-সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: নির্জন কনডেম সেলে মিন্নি


তিনি বলেন, গত ২৬ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে বনরুইয়ের বিষয়টি জানাজানি হয়।

পরে কালিয়াকৈর উপজেলায় প্রাণীটি উদ্ধারের জন্য অভিযান চালানো হয়। বনরুই উদ্ধারের জন্য বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি টিম তিন দিন ধরে ওই এলাকায় অভিযান চালায়।

 ধরা পড়ার ভয়ে পাচারকারীরা বনরুইটি ফেলে পালিয়ে যায়। বনরুইটি গত কয়েক দিন দুর্বৃত্তদের হাতে বন্দীদশায় থাকায় আলো-বাতাস ও খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়েছে।

সুস্থ হলে প্রাণীটিকে বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হবে বলে জানান এ বন কর্মকর্তা।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক