সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের ভবন নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের ভবন নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ

আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষ নির্বিকার থাকায় ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের ইট-খোয়া সিমেন্ট ও রড ব্যবহার করছে। এতে যে কোন সময় ভবন ধসে দুঘর্টনার আশঙ্কা অনেকের।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত ভবন নির্মাণের কাজ করছে এজেট এন্ড আরটি নামে পাবনার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

বর্তমানে প্রায়  ৫০ শতাংশ কাজও শেষ হয়েছে।

news24bd.tv


আরও পড়ুন: জলাবদ্ধতায় নাকাল যশোর পৌর এলাকা


স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের তদারকির অভাবে ভবন নির্মাণে নিম্নমানের ইট, খোয়া ও রড ব্যবহার করছে ঠিকাদাররা। নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণের করা হলে অল্প দিনেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। এতে যে কোন সময় ভবনধসে দুঘটনার আশঙ্কায় তারা।

এ অভিযোগ স্বীকার করে সংশ্লিস্টরা বলছেন, এ ব্যাপারে এরই মধ্যে উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে বেশ কিছু সামগ্রী ফেরতও নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। পল্লী বিদ্যুতের এ  ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি টাকা।

news24bd.tv সুরুজ আহমেদ