গাইবান্ধায় কবুতর পালনে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই

গাইবান্ধায় কবুতর পালনে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই

সাইফুল ইসলাম প্রিন্স, গাইবান্ধা

গাইবান্ধায় কবুতর পালন করে স্বাবলম্বী হয়েছে শতাধিক পরিবার। স্বল্প পুঁজিতে লাভ বেশি হওয়ায় আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। তবে উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে উপকৃত হবে এ এলাকার মানুষ।

বিভিন্ন জাতের কবুতরের খামার গড়েছেন গাইবান্ধা সদর উপজেলার উত্তর ঘাগোয়া, দক্ষিণ ঘাগোয়া, মালিবাড়ি, গিদারী, দাড়িয়াপুর, রুপার বাজারসহ অন্তত ৮টি গ্রামের বাসিন্দারা।

আগে সখ করে বাড়িতে দু-চার জোড়া কবুতর পালন করলেও লাভের আশায়  বর্তমানে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে।

news24bd.tv

খামারিরা জানান, কবুতরের রোগ-বালাই অনেক কম হয়। সামান্য পরিচর্যা করলে এখান থেকে ভালো আয় করা সম্ভব। বিভিন্ন স্থান থেকে অনেকেই এসে কবুতর কিনে নিয়ে যাচ্ছে।

এতে প্রতিমাসে ২০ থেকে ২৫ হাজার টাকার কবুতর বিক্রি করছেন তারা।

news24bd.tv


আরও পড়ুন: সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের ভবন নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ


গাইবান্ধা সদর উপজেলা ১০ নং ঘাগোয়া ইউনিয়ন পরিষদদের চেয়ারম্যান আমিনুজ্জামান রিংকু বলছেন, উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ ও স্বল্প সুদে ঋণ দেয়া হলে উপকৃত হবে এ অঞ্চলের মানুষ।

এখানকার কবুতরের একটা বাজার তৈরি করতে পারলে আরও ভালো লাভবান হবেন খামারিরা এমনটাও মনে করেন অনেকে।

news24bd.tv সুরুজ আহমেদ