মালয়েশিয়ায় ব্যবসায় ধ্বস

মালয়েশিয়ায় ব্যবসায় ধ্বস

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারীর কারণে মালয়েশিয়ায় চলতি বছরের আগস্টে ২০১৯ সালের একই সময়ের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ রপ্তানির পতন হয়ে ১৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে। দেশটির সবখাতেই এ সময়ে পতন হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।

দেশটির আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গেল আগস্টে মালয়েশিয়ার শিল্পজাত পণ্যে শূন্য দশমিক ১ শতাংশ রপ্তানির পতন হয়েছে। লোহা, ক্যামিকেল ও উৎপাদনকারীদের রপ্তানি কমে যাওয়াই এর মূল কারণ।

 

পাশাপাশি আগস্টে দেশটির কৃষিপণ্যের রপ্তানি ৪ দশমিক ৫ শতাংশ কমতে দেখা গেছে। অন্যদিকে খনিজ পণ্যের রপ্তানি ২৫ দশমিক ৯ শতাংশ কমেছে। যার ফলে মাসটিতে সব মিলিয়ে বাণিজ্যের ৪ দশমিক ৬ শতাংশ পতন হয়ে এসে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৮ কোটি ডলারে।

news24bd.tv সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর