‘ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার’

‘ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার’

নিজস্ব প্রতিবেদক

সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার পর পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর হবে। আর সে লক্ষ্যে কাজও চলছে। যা হবে বর্তমান থেকে প্রায় তিনগুন।

 

আগামী দু-চারদিনের মধ্যে (চার অক্টোবর) সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।  


আরও পড়ুন: ছাত্রাবাসে গণধর্ষণের ৬ আসামিকে ডিএনএ টেস্টের জন্য ওসমানী মেডিকেলে নেয়া হয়েছে


প্রতিমন্ত্রী বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড যথাসময়ে সম্পন্ন হবে। এই বিমানবন্দর সিলেটবাসীর জন্য প্রধানমন্ত্রীর একটা উপহার।

আগামী জানুয়ারির মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন হবে।

এর আগে, ভিডিও কনফারেন্সে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ সিভিল এভিয়েশনের কর্মকর্তারা।

news24bd.tv নাজিম