শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর শরীর তল্লাশি করে ৫ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের স্বর্ণের ৮২টি বার উদ্ধার করা হয়েছে। ২৪ ক্যারেটের এসব স্বর্ণের ওজন ৯ কেজি ৫৯ গ্রাম।

বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে মোহাম্মদ এনামুল হক নামের এক যাত্রী থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।


আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে পাকিস্তানের গোলায় ৩ ভারতীয় সেনা নিহত


কাস্টমস সূত্রে জানা যায়, শাহ্ আমানত বিমানবন্দর কাস্টমসের কাছে গোপন সংবাদ ছিল স্বর্ণের চালান এসেছে। এরপর বিমানবন্দর এনএসআই টিম ও কাস্টমস কর্মকর্তারা তল্লাশি ও নজরদারি কার্যক্রম জোরদার করেন। একপর্যায়ে বোর্ডিং ব্রিজের কাছে দুবাই ফেরত যাত্রী এনামুলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তল্লাশি করে তার শার্টের নিচে পেটের সঙ্গে বাঁধা স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণের বারসহ যাত্রীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

news24bd.tv নাজিম