কাজের মেয়েকে ‘ধর্ষণ’: ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে

কাজের মেয়েকে ‘ধর্ষণ’: ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে

নিজস্ব প্রতিবেদক

 বান্ধবীর বাসার কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি সবুজকে সংগঠন থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে। এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির উত্তরের সভাপতি মো. ইব্রাহীম।  

এর আগে সবুজ আল সাহবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আর সবুজের বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের (৩৫) তিন দিনের রিমান্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

অপরদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল জামিনের আবেদন নামঞ্জুর করে সবুজের পাঁচ ও ঝুমুরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: ‘গা শিউরে ওঠার মতো’ বর্ণনা দিলেন গণধর্ষণের শিকার তরুণীর স্বামী

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক তরুণী ছাত্রলীগ নেতা সবুজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর ৬০ ফিট এলাকায় নিজ বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন ছাত্রলীগ নেতা সবুজ।

আরও পড়ুন: কাজের মেয়েকে ধর্ষণ, ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা রিমান্ডে

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর