‌‘নির্বাচনী বিতর্কে’ সঞ্চালকের সমালোচনা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার প্রথম বিতর্কের পরদিনই দুই প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট জো বাইডেন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। বুধবার ট্রাম্প মিনেসোটায় এবং বাইডেন পেন্সিলভেনিয়ায় আলাদা আলাদা ক্যাম্পেইন করেন।  

মিনেসোটার শোভাযাত্রায় প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, ২৯ সেপ্টেম্বরের নির্বাচনী বিতর্কে সঞ্চালক ক্রিস ওয়ালেস পক্ষপাতিত্ব করেছেন।

বলেন, ওইদিন তাঁকে দুইজনের বিরুদ্ধে বাকযুদ্ধ চালাতে হয়েছে।

তবে এরমধ্যেও বিতর্কে বাইডেনের ভয়ংকর এজেন্ডা প্রকাশ করতে পারায় স্বস্তি প্রকাশ করেন ট্রাম্প।

আরও পড়ুন: কাজের মেয়েকে ‘ধর্ষণ’: ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে

এদিকে, পেন্সিলভেনিয়ায় অনুষ্ঠিত আরেক শোভাযাত্রায় ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন, প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে একজন বর্ণবাদী, মিথ্যুক এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট বলে আখ্যা দেন। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পরিচালনা করার কোনো যোগ্যতাই ট্রাম্পের নেই বলেও মন্তব্য করেন তিনি।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর