উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা

উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা

কবির হোসেন

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ। সকাল থেকে দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হচ্ছে বৌদ্ধ পূজা,পঞ্চশীল প্রার্থণা, শীল গ্রহন ও প্রদীপ পূজা। এর মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ভিক্ষুদের কাছে পাপমোচনের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সন্ধ্যায় উড়ানো হয় ফানুস।

আষাঢী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা। এ তিন মাস গৃহী বৌদ্ধদের বর্ষাবাস। যার শেষে হয় প্রবারণার মধ্য দিয়ে।

বৌদ্ধ ইতিহাসে এই পূর্ণিমার গুরুত্ব অপরিসীম।

ফলে, প্রবারণা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দ্বিতীয় গুরত্বপূর্ণ উৎসবে রূপ নিয়েছে।

news24bd.tv

দিনের কর্মসূচি শুরু হয় বিশ্বশান্তি কামনায় বিশেষ সূত্রপাঠের মধ্য দিয়ে। সকাল ৭টায় দেশের প্রতিটি বিহার প্রাঙ্গণে উত্তোলন করা হয় জাতীয় ও ধর্মীয় পতাকা। এরপর দিনবাপী বৌদ্ধ পূজা, উপাসক-উপাসিকা, দায়ক-দায়িকারা পঞ্চশীলে প্রতিষ্ঠিত হয়ে অষ্টশীল গ্রহণ করেন।

news24bd.tv

সন্ধ্যায় আলো-ঝলমলে বাতি দিয়ে বিহারে করা হয় আলোকসজ্জা। প্রদীপ পূজার পাশাপাশি সকালের মতো প্রার্থনা সভাও অনুষ্ঠিত হয়। পরের দিন থেকেই বিভিন্ন বিহারে পালিত হবে কঠিন চীবরদান উৎসব। তবে করোনা মহামারীর কারণে এবারের আয়োজন হচ্ছে সীমিত পরিসরে, স্বাস্থ্যবিধি মেনে।

news24bd.tv

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর