পানি ভবনে যুক্ত হলো ৫১২ দপ্তর

পানি ভবনে যুক্ত হলো ৫১২ দপ্তর

শাহ্ আলী জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুপেয় পানির জন্য ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে হবে।   তিনি বলেছেন, এ জন্য নদ নদীর পানিকে পরিশুদ্ধ করে উপজেলা পর্যন্ত সরবরাহ করা হচ্ছে। ঢাকায় পানি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে উদ্বোধন করা হয় আরো ৩ টি প্রকল্পের।

ঢাকায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভিন্ন দপ্তরে কর্মকাণ্ডকে এক ছাদের নীচে আনতে রাজধানীর পান্থপথে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক এই ভবনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নামকরণ করেছেন পানি ভবন। এখান থেকে সারা দেশে পানি উন্নয়ন বোর্ডের ৫১২ টি দপ্তর সংযুক্ত থাকবে।

news24bd.tv

গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, সুপেয় পানির জন্য সারা দেশের নদ-নদী এবং খাল-বিলে খনন কাজ অব্যাহত রেখেছে সরকার।

অনুষ্ঠানে সিলেট ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ কার্যক্রমের প্রথম পর্যায় উদ্বোধন করেন সরকার প্রধান। একই সঙ্গে উদ্বোধন করা হয় ঢাকা বিমান বন্দরের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং বিমান বন্দরের ভেতরে বঙ্গবন্ধু কর্ণার। এসময় বিমান খাতে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: কাজের মেয়েকে ‘ধর্ষণ’: ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে

অনুষ্ঠান থেকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের প্রধান কার্যালয়ের নতুন ভবনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর