বিএসএমএমইউর সহযোগী অধ্যাপকের মৃত্যু হলো করোনায়

বিএসএমএমইউর সহযোগী অধ্যাপকের মৃত্যু হলো করোনায়

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএ এ তথ্য জানিয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৫ ব্যাচের শিক্ষার্থী ডা. মুহাম্মদ হোসেনের বয়স হয়েছিল ৫৬ বছর।

আরও পড়ুন: অসম প্রেম, রাতে একসঙ্গে বিষপান প্রেমিক-প্রেমিকার!

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বৃহস্পতিবার রাতে জানান, ১১ সেপ্টেম্বর ডা. হোসেনের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। ২০ তারিখ থেকে তিনি আইইসিইউতে ছিলেন। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। আজ মারা গেলেন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর