উয়েফার বর্ষসেরা ফুটবলার লেওয়ানডোস্কি

উয়েফার বর্ষসেরা ফুটবলার লেওয়ানডোস্কি

অনলাইন ডেস্ক

উয়েফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন বায়ার্ন মিউনিখের তারকা ফরওয়ার্ড রবার্ট লেওয়ানডোস্কি। ২০১৯-২০ মৌসুমে ৫৫টি গোল করেছেন তিনি।

বৃহস্পতিবার জেনেভায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠানে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।  

ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার জয়ের লড়াইয়ে পোল্যান্ডের এ মেগাস্টার হারিয়েছেন বায়ার্ন সতীর্থ ম্যানুয়েল নয়্যার ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনেকে।

সঙ্গে বর্ষসেরা ফরওয়ার্ডের পুরস্কারও জিতে নিয়েছেন বাভারিয়ান এ সুপারস্টার।

পুরস্কারের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার বা কাইলিয়ান এমবাপ্পের।


আরও পড়ুন: মাঠে মূত্রত্যাগ করে ৬ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার


গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করে লেওয়ানডোস্কি বায়ার্নকে উপহার দিয়েছেন চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা ও জার্মান কাপ। ২০১৯-২০ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের যে কোনো খেলোয়াড়ের চেয়ে ১৬ গোল বেশি করেছেন লেওয়ানডোস্কি।

ক্লাবকে ষষ্ঠ ইউরোপিয়ান ট্রফি এনে দিয়ে বায়ার্নের হানসি ফ্লিক জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার। চেলসি ফরওয়ার্ড পার্নিল হার্ডার ছিনিয়ে নিয়েছেন বর্ষসেরা নারী ফুটবলারের অ্যাওয়ার্ড।

news24bd.tv নাজিম