উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে ট্রাম্প, বাইডেনকে করোনা পরীক্ষার পরামর্শ চিকিৎসকের

উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে ট্রাম্প, বাইডেনকে করোনা পরীক্ষার পরামর্শ চিকিৎসকের

নাহিদ জিহান

প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা হোপ হিক্সের শরীরে করোনা শনাক্ত হওয়ায় ট্রাম্প ও মেলানিয়া কোয়ারেন্টাইনে গিয়েছিলেন বলে জানিয়েছিলো হোয়াইট হাউজ।  

ট্রাম্পের ঘনিষ্ট সহযোগী ৩১ বছর বয়সী উপদেষ্টা হোপ হিক্স চলতি সপ্তাহে ওহাইওতে অনুষ্ঠিত ট্রাম্প-বাইডেনের নির্বাচনী বিতর্কে প্রেসিডেন্টের সফর সঙ্গী ছিলেন। আর এ কারণে ডিবেটে উপস্থিত ব্যক্তিবর্গসহ জো বাইডেনেরও করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টারা।


আরও পড়ুন: বাবা আমি কারাগারে ভালো নেই: মিন্নি


করোনাভাইরাস আক্রান্ত হওয়ার কারণে ৭৪ বছর বয়সি ট্রাম্প উচ্চমাত্রার স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনাক্ত হলেও ট্রাম্প দম্পতি এখনো অসুস্থ্য হয়ে পড়েননি বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এক টুইট বার্তায় মেলানিয়া জানিয়েছেন, তারা ভালো বোধ করছেন।


আরও পড়ুন: ক্যাশপ ধর্ষণ করেছে কি না প্রমাণে টেস্টের দাবি পায়েলের


এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়ার আরোগ্য কামনা করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক ও ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানমও ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

news24bd.tv সুরুজ আহমেদ

 

আরও পড়ুন:

উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে ট্রাম্প, বাইডেনকে করোনা পরীক্ষার পরামর্শ চিকিৎসকের

তবে কি বাইডেনও করোনা ঝুঁকিতে?

করোনা আক্রান্ত ট্রাম্প-মেলানিয়ার সুস্থতা কামনা করে মোদীর টুইট

যে নারী থেকে করোনা সংক্রমিত হলেন ট্রাম্প