নরসিংদীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার সমর্থকদের হামলা

নরসিংদীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার সমর্থকদের হামলা

মো. হৃদয় খান, নরসিংদী

আগামী ১০ অক্টোবর নরসিংদীর চরাঞ্চলের করিমপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমিনুর রহমানের  সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়ার পাঁচ সমর্থক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার সকাল ১১ টায় করিমপুর নৌকা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রসুলপুর গ্রামের শাহাবাজ মেম্বারের ছেলে এরশাদ (৩৫), একই এলাকার নিজাম উদ্দিন (২৮), হোসেন আলী (২৬), হলুদ মিয়া ও আনোয়ার হোসেন।

ভুক্তভোগীরা জানান, আজ সকাল ১১ টার দিকে আমরা রসুলপুর গ্রাম থেকে অটোরিকসায় করে নরসিংদী যাচ্ছিলাম।

অটোটি করিমপুর নৌকাঘাট এলাকায় পৌঁছানোর সাথে সাথেই নৌকার নির্বাচনী ক্যাম্পের ভেতর থেকে মমিনুর রহমানের সমর্থক অহিদুল্লাহ ও জগৎ এর নেতৃত্বে ২০/২৫ জন অতর্কিত হামলা চালায় এবং অটোরিকশা ভাঙচুর করে। পরে এলাকাবাসী উদ্ধার করে আমাদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।

স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া নিউজ টোয়েন্টিফোরকে জানান, আজ সকালে করিমপুর নৌকা ঘাট এলাকায় নৌকার সমর্থকেরা আমার সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ হামলায় আমার ৫ সমর্থক গুরুতর আহত হয়েছে।

আমরা কারও সঙ্গে কখনোই সংঘর্ষে লিপ্ত হইনি। প্রতিপক্ষ আমাদের উপর হামলা করেছে। এছাড়াও তারা রাতের আধারে নিজেদের ক্যাম্প ভাঙচুর করে আমাদের লোকজনকে ফাঁসানোর চেষ্টা করছে। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী মমিনুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব দত্ত চৌধুরী নিউজ টোয়েন্টিফোরকে বলেন, নির্বাচন নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুরুতর আহতাবস্থায় সদর হাসপাতালে ভর্তি আছেন। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর