জার্মান পুনরেকত্রীকরণ দিবস আজ

জার্মান পুনরেকত্রীকরণ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ ৩রা অক্টোবর জার্মানির ৩০তম একত্রীকরণ দিবস। ১৯৯০ সনে পূর্ব ও পশ্চিম জার্মানি এক হয়।  

১৯৪৫ সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানী দুই খন্ডে বিভক্ত হয়ে যায়। পশ্চিমে সোস্যাল ডেমোক্রেসি বা সামাজিক গণতন্ত্র ও পূর্বে কমিউনিজম বা সমাজবাদী।

সব কিছুর অবসান ঘটিয়ে ১৯৯০ সনের ৩ রা অক্টোবর দুই জার্মান এক হয়।  

এই ঐতিহাসিক একত্রীকরণ দিবসে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মারকেল এক ভিডিও বার্তায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ও পরে জার্মানিকে পূর্ণগঠনের জন্য যারা সহযোগীতা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


আরও পড়ুন: করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে মেলানিয়ার


এছাড়া স্বাস্থবিধি মেনে সবাইকে করোনা মহামারী প্রতিরোধের আহবান জানিয়েছে তিনি। এ বছর এই দিবসে বড় রকমের কোন আয়োজন থাকছে না।

সরকারি ছুটির দিন হিসেবে বিগত বছরগুলোতে কয়েক লাখ মানুষের সমাবেশ ছিলো বার্লিন গেটে ও বড় বড় শহরগুলোতে। সরকার প্রধান চ্যান্সেলর ড. এনজেলা মেরকেল বিনয়ের সাথে।

news24bd.tv সুরুজ আহমেদ