১২ ও ১৩ অক্টোবর পরিবহন ধর্মঘট

১২ ও ১৩ অক্টোবর পরিবহন ধর্মঘট

অনলাইন ডেস্ক

আগামী ১২ ও ১৩ অক্টোবর সারা দেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন ও পরিবহন সেক্টরে বিরাজমান সমস্যা নিরসনের দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

আরও পড়ুন: ফের বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন

আজ শনিবার চট্টগ্রাম নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন রাজবাড়ী কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আয়োজিত সভায় এ ঘোষণা দেওয়া হয়।  

ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী।

আরও পড়ুন:‌‌‌‘যৌন হয়রানিকালে হাতেনাতে ধরা’ ছাত্রলীগ নেতা

তিনি বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনা না করে সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন করেছে। ফলে সারাদেশে পরিবহন সেক্টরে নৈরাজ্য চলছে। এ কালাকানুন আইনের কারণে পরিবহন মালিক-শ্রমিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ আইন সংশোধনসহ পরিবহনে নৈরাজ্য ঠেকাতে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ৯ দফা দাবির পাশাপাশি আগামী ১২ ও ১৩ অক্টোবর সারাদেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করা হবে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু হত্যা পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে ‘৫৭০’

তিনি বলেন, শ্রমিকরা ট্রাক-কাভার্ডভ্যান, প্রাইমমুভার, মিনি ট্রাক ও লরী না চালালে চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন বন্দর ও স্থান দিয়ে আমদানী-রপ্তানীকরা সকল ধরনের গার্মেন্টস, খাদ্য ও বিভিন্ন পণ্য পরিবহন বন্ধ হয়ে গেলে সরকার বেকায়দায় পড়বে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর