‌‘চারিদিকে ধর্ষণ, মোদিকে কেন জবাবদিহি করা হবে না’

‌‘চারিদিকে ধর্ষণ, মোদিকে কেন জবাবদিহি করা হবে না’

অনলাইন ডেস্ক

ভারতে নারীদের ওপর অত্যাচার-নীপিড়ন জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কেন জবাবদিহি করা হবে না জানতে চেয়েছেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান রুহি। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের করা একটি টুইটকে কেন্দ্র করে এ প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।

পাশাপাশি প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে প্রশ্ন করা নিষেধ কিনা জানতে চেয়েছেন নুসরাত।

চলতি সপ্তাহেই উত্তর প্রদেশের হাথরাসে দলবদ্ধ ধর্ষণের শিকার ১৯ বছরের এক দলিত কিশোরীর মৃত্যু হয়।

দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি ছিলেন ওই ভুক্তভোগী।

বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র একটি টুইট করেন হাথরাস ঘটনা নিয়ে। তিনি লেখেন, ‘উত্তর প্রদেশে এ সব হচ্ছে কি? চতুর্দিকে খালি ধর্ষণের খবর, বিরক্তিকর!!’ তার ওই পোস্টের পরই তোপ দাগলেন নুসরাত।

আরও পড়ুন: ১২ ও ১৩ অক্টোবর পরিবহন ধর্মঘট

নিজের ভ্যারিফাইড টুইটারে এ তৃণমূল সাংসদ লেখেন- ‘অবশেষে, কেউ এই ভয়াবহ বাস্তবতা গ্রহণ করছে।

দলিত ও নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ ও নৃশংসতার জন্য আপনি কেন নরেন্দ্র মোদিজিকে জবাবদিহি করবেন না? নাকি এখনই আপনার কর্তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করা নিষেধ? লজ্জাজনক!’

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর