৯ বছর পর সিলেট-লন্ডন সরাসরি বিমান চলাচল শুরু

৯ বছর পর সিলেট-লন্ডন সরাসরি বিমান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট।

রোববার (৪ অক্টোবর) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইটের উদ্বোধন করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১১টা ১৫ মিনিটে ২৩২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।


আরও পড়ুন: নেত্রকোনায় ভাবীর গলাকাটা মরদেহ উদ্ধার, দেবর হাসপাতালে


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান ও বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।

সিলেটবাসী সরাসরি লন্ডন যেতে বিমানের মোবাইল অ্যাপ, সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমানের ওয়েবসাইট ও বিমানের কল সেন্টার (০১৭৭৭ ৭১৫৬১৩-১৬) থেকে সিডিউল ফ্লাইটের টিকিট কিনতে পারবেন।

news24bd.tv নাজিম