আধিপত্য বিস্তার নিয়ে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, নিহত ২

আধিপত্য বিস্তার নিয়ে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক

আধিপত্য বিস্তার নিয়ে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের  মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

রোববার ভোর ৪টার দিকে কুতুপালং ক্যাম্পে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

নিহত দুইজন হলেন- ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫)। তারা সাধারণ রোহিঙ্গা বলে জানা গেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সঞ্জুর মোরশেদ হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে র‌্যাব, পুলিশ ও আর্মড ব্যাটালিয়ান সদস্যরা অভিযান চালাচ্ছে।


আরও পড়ুন:  ৯ বছর পর সিলেট-লন্ডন সরাসরি বিমান চলাচল শুরু


কুতুপালং ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমেদ বলেন, ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত ১৪নং এপিবিএনের ইন্সপেক্টর ইয়াছিন ফারুক বলেন, নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের একটি গ্রুপের সঙ্গে অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ভোররাতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

news24bd.tv নাজিম