‘‌‌করোনার দ্বিতীয় ধাক্কা আসছে’, কী বলছেন বিশেষজ্ঞরা

রিশাদ হাসান

শীতে আসতে পারে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কা। তাই এখনও থেকেই প্রস্তুতি গ্রহণের কথা বলেছেন বিশেষজ্ঞরা। তবে এবার উপজেলা পর্যায়েও প্রস্তুতি নেওয়ার পরামর্শ তাদের। শীতে এবার জটিল শ্বাসকষ্টের রোগীসহ ঝুঁকিতে থাকবেন বয়স্করাও।

বাংলাদেশে ৮ মার্চ করোনা সংক্রমণ শুরুর পর থেকে স্বল্প পরিসরে হলেও এর ঊর্ধ্বমুখিতা ছিল দীর্ঘ দিন। জুলাইয়ের পর তা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে।

প্রথমে চিকিৎসা সেবা নিয়ে নানা জটিলতা পার করলেও। ধীরে ধীরে তা নিয়ন্ত্রণেও আসে।

তবে বিশ্বের অন্যান্য দেশের মতো আসছে শীতে বাড়তে পারে করোনার সংক্রমণ। খোদ প্রধানমন্ত্রী করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার কথা বলেছেন।

আরও পড়ুন: লঞ্চে সন্তানের জন্ম, দম্পতি ও নবজাতকের বিনা ভাড়ায় আজীবন যাতায়াত

বিশেষজ্ঞরাও বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা যাতে গুরুত্বের সাথে প্রস্তুতি নেয়। যাতে উপজেলা পর্যায়েও থাকে চিকিৎসাসেবা সুবিধা।

শীতকালে স্বাভাবিক ভাবেই শ্বাসকষ্ট হাপানীর রোগী বেশী থাকে। ফলে বিশেষজ্ঞরা বলছেন, এবারের ধাক্কায় ঝুঁকিতে থাকবেন এমন রোগীসহ বয়বৃদ্ধরাও।

আরও পড়ুন: টাকা-পয়সা লুটের পর মা-মেয়েকে ধর্ষণ করল ডাকাতের দল

করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কার আগেই আইসিইউ, ফিভার ক্লিনিক, হাই ফ্লো অক্সিজেনসহ প্রয়োজনীয় সকল কিছু প্রস্তুত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর