৮৫ বছরের বৃদ্ধকে হাতেনাতে ধরল জনতা, অভিযোগ ধর্ষণের

৮৫ বছরের বৃদ্ধকে হাতেনাতে ধরল জনতা, অভিযোগ ধর্ষণের

ফাতেমা জান্নাত মুমু, চট্টগ্রাম

রাঙামাটির নানিয়ারচরে প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বৃদ্ধার বিরুদ্ধে। বৃদ্ধার নাম- হারুনুর রশীদ (৮৫)। সোমবার বেলা ১১টার দিকে রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাণ চক্রবর্তীর আদালত এ বিষয়ে সংক্ষিপ্ত শুনানি শেষে ক্ষমিগ্রস্ত শিশুকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণের নিদের্শ দেন।

এর আগে অভিযুক্ত বৃদ্ধ করে জেল হাজতে পাঠানো হয়।

ধর্ষিত শিশুর মা নুর জাহান বলেন, রাঙামাটির নানিয়ারচর উপজেলার শারীরিক ও বাক প্রতিবন্ধী তার ১১বছরের কন্যা শিশুকে নিয়ে বসবাস করতেন। গত রোববার দুপুরে শিশুটিকে রেখে তারা স্বামী-স্ত্রী বাড়ির বাইরে কাজে যায়।

আরও পড়ুন: ফের গণধর্ষণ, এরার জড়িত শ্রমিক লীগ

এসময় বৃদ্ধ হারুন সুযোগে বুঝে তাদের বাড়িতে ঢুকে প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণ করে। হঠাৎ বাড়িতে শিশুকে দেখতে আসে তার মা।

ঘটনা দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে বৃদ্ধকে হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে অভিযুক্ত বৃদ্ধাকে নানিয়ারচর থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: দিনের পর দিন ধর্ষিত নারীর প্লাকার্ডে লেখা, ‘ইজ্জতহানীর বিচার চাই’

এরপর ক্ষতিগ্রস্ত শিশুটির মা বাদি হয়ে রাঙামাটি নানিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।

রাঙামাটি নানিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান এঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের ভিত্তিতে হারুনুর রশীদকে আটক করে আদালতে হাজির করা হয়েছে। ক্ষতিগ্রস্ত শিশুটিকে শারীরিক পরীক্ষার
জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরে আদালতে শুনানি হবে।

আরও পড়ুন: অনৈতিক প্রস্তাবে দেওয়া হচ্ছিল এক মাস ধরে, রাজি না হওয়ায় ভিডিও ফেসবুকে

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর