ইতালির বনে হারিয়ে যাওয়া প্রবাসি দম্পতির কন্যার মাথার খুলি উদ্ধার

ইতালির বনে হারিয়ে যাওয়া প্রবাসি দম্পতির কন্যার মাথার খুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ইতালির উত্তরাঞ্চলীয় ব্রেশা প্রভিন্সে গত বছর ১৯ জুলাই বাংলাদেশী দম্পতি লিটন ও সোনিয়ার ১২ বছরের কন্যা ইউশরা স্থানীয় বনাঞ্চলে শিক্ষা সফরে গিয়ে হারিয়ে যায়।  

নিখোঁজের পর থেকে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, অত্যাধুনিক ড্রোন, পেশাদার ডুবুরি সেই সাথে বিশ্বের সেরা সব প্রযুক্তি ব্যবহার করে টানা ৭ মাস চিরুনি অভিযান চালিয়েও উদ্ধার করা যায়নি হতভাগ্য কিশোরী ইউশরাকে। এক পর্যায়ে থেমে যায় উদ্ধার অভিযান। ২৭ মাসের মাথায় ব্রেশা প্রভিন্সের সেরলে পৌর এলাকার একই বনাঞ্চলে একজন শিকারী রোববার একটি মাথার খুলি দেখতে পায়।

দ্রুত খবর পেয়ে ছুটে যায় প্যারামিলিটারি পুলিশ ফোর্স 'ক্যারাবিনিয়েরি'।  

দুই বছর আগে উদ্ধার অভিযান পরিচালনাকারীরা খুলি দেখেই নিশ্চিত হয় এটি ১২ বছর বয়সী কিশোরীর। অফিসিয়ালি নিশ্চিত হতে খুলির ডিএনএ টেস্টের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় তার মা-বাবা কান্নায় ভেঙে পড়েন।

news24bd.tv সুরুজ আহমেদ

আরও পড়ুন: 

বিবস্ত্র করে নারী নির্যাতন: ইউপি সদস্যসহ গ্রেপ্তার আরও ২

মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বৃদ্ধ বাবাকে পিটালো

সিলেটে এবার ৫ সন্তানের জননীকে ধর্ষণ