হঠাৎ বৃষ্টিতে বিপাকে রাজধানীবাসী

হঠাৎ বৃষ্টিতে বিপাকে রাজধানীবাসী

নিজস্ব প্রতিবেদক

চলছে আশ্বিন মাস। আশ্বিনের শেষ দিকে তীব্র গরমের মধ্যে যেন স্বস্তির ছোঁয়া এনে দিল ঝুম বৃষ্টি। বৃষ্টিতে তাপমাত্রা কমে এলেও স্বস্তি ছিল না রাস্তায়। হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষেরা।

সকাল ৯টার দিকে আকাশ কালো করে মেঘ জমে। এরপর শুরু হয় ভারী বর্ষণ। বৃষ্টিপাতের কারণে যান চলাচলেও আসে ধীরগতি। এতে রাজধানীর বেশিরভাগ সড়কে ছিল দীর্ঘ যানজট।

ফলে অফিসগামী মানুষকে গন্তব্যে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পূর্ব প্রস্তুতি না থাকায় অনেককেই ভিজে জবজবে হয়ে যায়।

news24bd.tv

রাজধানীর রামপুরায় থাকেন আশিক হাসান। তিনি জানান, সকাল সোয়া ৯টার দিকে অফিসের উদ্দেশে বাসা থেকে বের হন তিনি। কিন্তু হঠাৎ বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন।  


আরও পড়ুন: আরও দু’দিন ঝড়-বৃষ্টি হতে পারে যে সব অঞ্চলে


মালিবাগ এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম জামান। তিনি বলেন, বৃষ্টির জন্য দ্বিগুণ তিনগুণ ভাড়া বেশি চাইছে রিকশা চালকরা।

তবে এই বৃষ্টিতে যাদের নিজস্ব পরিবহন আছে যানবাহন খোঁজার ঝামেলাই পড়তে হয়নি তাদের।  

news24bd.tv

এদিকে, ঝুম বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কে জলাবদ্ধতা তৈরি করেছে।  সকাল ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছিলো।

news24bd.tv নাজিম