নোয়াখালীর অপরাধীদের শিগগিরই আইনের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীর অপরাধীদের শিগগিরই আইনের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর বেগমগঞ্জ নির্যাতনের ঘটনায় যারা অপরাধী তাদের খুব শিগগিরই আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।   

তিনি বলেন, এ ধরনের জঘন্য অপরাধ যারা করেন তাদের আইনানুযায়ী সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাস্প্রতিক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


আরও পড়ুন: প্রবাসীদের ওপর পুলিশের লাঠিচার্জ জঘন্য অপরাধ: ডা. জাফরুল্লাহ


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নোয়াখালী ঘটনা চরম বর্বরতা।

এই ঘটনায় ২ জনবাদে সবাইকে গ্রেফতার করা হয়েছে। এখানে কোনো ধরনের গাফলতি নিরাপত্তাবাহিনী দেখায়নি। খুব শিগগিরই আমরা তাদের আইনের মুখোমুখি করবো।   

news24bd.tv নাজিম