করোনাকে গুরুত্ব না দেওয়ার মাশুল গুনছে যুক্তরাষ্ট্র : বাইডেন

করোনাকে গুরুত্ব না দেওয়ার মাশুল গুনছে যুক্তরাষ্ট্র : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

মরণঘাতি করোনাকে যথাযথ গুরুত্ব না দেয়ার মাশুল গুনছে পুরো যুক্তরাষ্ট্র। যার বলি হয়েছেন ট্রাম্প নিজেও। সোমবার সাউথ ফ্লোরিডায় অনুষ্ঠিত এক নির্বাচনী ক্যাম্পেইনে এসব মন্তব্য করেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

তিনি বলেন, করোনা মোকাবিলার মতো জাতীয় সব সেক্টরে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট।

যার কারণে রিপাবলিকানদের এ দূর্গে এবার হানা দেবে ডেমোক্রেটরা। আগামী তেসরা নভেম্বর নির্বাচনে ক্ষমতাসীনরা ফ্লোরিডা অঙ্গরাজ্যের ২৯টি ইলেকটোরাল ভোট অর্জনে ব্যর্থ হবে বলেও মনে করেন তিনি।  


আরও পড়ুন: জেরুজালেম আমাদের শহর: এরদোগান


এদিকে, করোনা আক্রান্ত রিপাবলিকান প্রার্থী- ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফিরে গেলেও এখনো ভার্চুয়ালি বা সরাসরি কোন নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। তবে শিগগিরি পুরোপুরি সুস্থ হয়ে ফের প্রচারণা শুরু করবেন বলে আশাবাদী ট্রাম্প।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক