জননেত্রী শেখ হাসিনার ছবি নিয়ে চলছে প্রদর্শনী

জননেত্রী শেখ হাসিনার ছবি নিয়ে চলছে প্রদর্শনী

সুকন্যা আমীর

উন্নয়নের কবি, মানবতার মা, শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একোডেমির জাতীয় চিত্রশালায় চলছে প্রদর্শনী। যেখানে শিল্পীরা তুলে ধরেছেন জননেত্রী শেখ হাসিনার কর্মমুখর ও সংগ্রামী জীবনের বর্ণিল অধ্যায়।

news24bd.tv

নামের সাথে জড়িয়ে আছে তাঁর রাজনৈতিক বিচক্ষণতা। আর নয়নে সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন।

তিনি বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

news24bd.tv

এমন অসংখ্য চিত্রকর্ম শোভা পাচ্ছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৩ ও ৪ নং গ্যালারী জুড়ে। শিল্পীর রং-তুলির ক্যানভাসে যেখানে উঠে এসেছে জননেত্রীর কর্মমুখর ও সংগ্রামী জীবনের বর্ণিল অধ্যায়। শিল্পকলা একাডেমি আয়োজিত মাসব্যাপী এ প্রদর্শনীর শিরোনাম ‘উন্নয়নের কবি, মানবতার মা’।

news24bd.tv


আরও পড়ুন: স্বস্তি ফিরেছে পোশাক রপ্তানিতে


বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, এমন কিছু কর্মের মাধ্যমে যখন কোন নেতা সে দেশের মানুষকে এগিয়ে নিয়ে যায় দেশকে এগিয়ে নিয়ে যায় তার জন্য সবারই কোন কিছু করার আছে। সেখান থেকেই এই প্রদর্শনী।

news24bd.tv

সব মিলিয়ে প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে ৫১টি স্কেচ, ১৪ জন কবির কবিতার সঙ্গে ১৪ জন শিল্পীর আঁকা চিত্রকর্ম এবং ‘শেখ হাসিনা : বাংলাদেশের স্বপ্নসারথী’ শীর্ষক আর্ট ক্যাম্পে আঁকা ১৩৪টি ছবি।

মাসব্যাপী এ প্রদর্শনী চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। ভার্চুয়াল মিডিয়াতেও দর্শকদের এ প্রদর্শনী দেখার সুযোগ রয়েছে।

news24bd.tv সুরুজ আহমেদ