ধর্ষক কোনো পরিচয় বহন করে না: মাশরাফি

ধর্ষক কোনো পরিচয় বহন করে না: মাশরাফি

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি সিলেটের এমসি কলেজ ও নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের ঘটনায় উত্তাল সারাদেশ। বড় বড় তারকা থেকে শুরু করে সবাই চায় ধর্ষকদের শাস্তি। এবার ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানালেন, বাংলাদেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বুধবার দুপুর দেড়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ম্যাশ লেখেন...

আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না।

যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে?


আরও পড়ুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাচ্ছে কালো পতাকা মিছিল


তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না।

আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।

news24bd.tv সুরুজ আহমেদ