কুয়েতের নতুন যুবরাজের নাম ঘোষণা

কুয়েতের নতুন যুবরাজের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

কুয়েতের নতুন শাসক আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল সাবাহ দেশটির নতুন যুবরাজের নাম প্রকাশ করেছেন। বুধবার কুয়েতের ন্যাশনাল গার্ডের উপপ্রধানের দায়িত্ব পালনকারী শেখ মিসাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহকে এই পদে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

পার্লামেন্টের অনুমোদনের মাধ্যমে যুবরাজ হিসেবে শেখ মিসালের নিয়োগ বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

আরও পড়ুন: রাশিয়ার সাবমেরিন ও স্থলযানে যুক্ত হবে ‘ভয়ঙ্কর জিরকন’

তবে আল-সাবাহ পরিবারের আর্শীবাদপুষ্ট পার্লামেন্ট সহজেই তা অনুমোদন করবে বলে ধরে নেওয়া হচ্ছে।

অসুস্থতা জনিত কারণে ৯১ বছর বয়সী শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ মারা যাওয়ার পর কুয়েতের নতুন আমির হিসেবে গত সপ্তাহে দায়িত্ব নেন তার সৎভাই শেখ নাওয়াফ।

যুবরাজ হিসেবে ঘোষিত শেখ মিসাল প্রয়াত আমির শেখ সাবাহ’র আরেক ছোট ভাই। ২০০৪ সাল থেকে তিনি দেশটির ন্যাশনাল গার্ডের উপপ্রধানের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: দ্বিতীয় বিতর্কের জন্য উন্মুখ ট্রাম্প

এর আগে তিনি দেশটির সিকিউরিটি সার্ভিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কুয়েতের নতুন যুবরাজ নিয়োগ প্রসঙ্গে গাল্ফ ইন্টারন্যাশনাল ফোরামের পরিচালক দানিয়া থাফের বলেন, এই পদের জন্য অন্যান্য যাদের নাম শোনা যাচ্ছিল তাদের অনেকের বিরুদ্ধে কেলেংকারি ও বিতর্কে যুক্ত থাকার অভিযোগ থাকলেও শেখ মিসালের ক্ষেত্রে এর কোনোটাই নেই।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর