মুন্সীগঞ্জে ফ্যাক্টরি বন্ধ, শ্রমিকদের অবরোধ

মুন্সীগঞ্জে ফ্যাক্টরি বন্ধ, শ্রমিকদের অবরোধ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মুন্সীগঞ্জের চরমুক্তারপুর এলাকার ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করেছে বর্ণালী ফ্রেব্রিক্স ফ্যাক্টরির দুই হাজার শ্রমিক। কোনো কারণ ছাড়াই অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করায় এ কর্মসূচি পালন করে শ্রমিকরা।

আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে উত্তেজিত শ্রমিকরা। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনেরর পক্ষ থেকে পরিস্থিতি শান্ত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদিন জানান, গত বৃহস্পতিবার শ্রমিকদের বেতন দিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ। অনবরত লোকসান ও ব্যাংকের অসহযোগিতার কারণে গার্মেন্টস ডিভিশন বন্ধ ঘোষণা করে দেয় তারা। এমডি সাহেব গুরুতর অসুস্থ।

হার্ট ও ব্রেইন অপারেশনের তিনি জন্য বিদেশে আছেন।  

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, ‘শ্রমিকদেরর বকেয়া বেতন ও দাবি-দাওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশা করি দ্রুতই সব মিটমাট হবে। ’

সম্পর্কিত খবর