করোনার প্রভাবে জিডিপি কমবে: বিশ্বব্যাংক

করোনার প্রভাবে জিডিপি কমবে: বিশ্বব্যাংক

বাবু কামরুজ্জামান

এবার করোনার প্রভাবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশে নেমে আসবে বলে মনে করছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার প্রকাশিত সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে এমন পূর্বাভাস দিয়েছে দাতা সংস্থাটি। এ বাস্তবতায় সরকারকে নতুন করে প্রবৃদ্ধির হার মূল্যায়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা।  

চলতি অর্থবছরে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে এমন লক্ষ্য নিয়েই বাজেট ঘোষণা করে সরকার।

তবে করোনার ধাক্কায় পাল্টে গেছে বিশ্ব অর্থনীতির সব হিসাব নিকাশ। পৃথিবী জুড়ে বেড়েছে দারিদ্র্, কর্মহীন মানুষ ও অর্থনৈতিক অনিশ্চয়তা। সেই শঙ্কার কথাই জোরালোভাবে উঠে এসেছে বিশ্বব্যাংকের সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস প্রতিবেদনে।

সংস্থাটি বলছে, মূলত করোনায় অর্থনীতি পুনরুদ্ধারের গতি শ্লথ হওয়ায় চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশে নেমে আসবে।

এমনকি আগামী অর্থবছরেও প্রবৃদ্ধির পূর্বাভাস মাত্র ৩ দশমিক ৪ শতাংশ।

আরও পড়ুন: ‘ছিঃ কীভাবে এই দৃশ্যটি আমি দেখি: জয়া

বিশ্বব্যাংক বলছে, কেবল বাংলাদেশ নয় এবার ভারতের অর্থনীতি ৯ দশমিক ৬ শতাংশ সংকুচিত হবে। অন্যদিকে ভুটানে প্রবৃদ্ধি হবে ১ দশমিক ৮ শতাংশ। আর নেপালে ও পাকিস্তানে এ প্রবৃদ্ধি নেমে আসবে ১ শতাংশেরও নিচে।

বিশ্বব্যাংক বলেছে, করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দিনমজুর, অনানুষ্ঠানিক খাতের শ্রমিক ও উৎপাদন খাতের বেতনভুক্ত কর্মীরাও। বেসরকারি খাতের বিনিয়োগেও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে বিশ্বব্যাংক জানিয়েছে, করোনার কারণে কর খাতের সংস্কার বিলম্বিত হলে কিংবা বড় প্রকল্পগুলোর খরচ বাড়লে আর্থিক খাতের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। এছাড়া বিদেশি ক্রেতাদের কাছে তৈরি পোশাকের চাহিদা কিছুটা স্বাভাবিক হলেও তৈরি পোশাক রপ্তানি প্রবাহ টেকসই নয়।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর