সংস্কারের অভাবে ফরিদপুরে পৌর এলাকার সড়কের বেহাল দশা

সংস্কারের অভাবে ফরিদপুরে পৌর এলাকার সড়কের বেহাল দশা

খায়রুজ্জামান সোহাগ, ফরিদপুর

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ফরিদপুরের পৌর এলাকার বেশির ভাগ সড়কেরই বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, খানা-খন্দে  ভরা এসব রাস্তায় প্রায়ই ঘটছে দুঘর্টনা। নষ্ট হচ্ছে গাড়ীর যন্ত্রাংশ।  

এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

তবে এ সমস্যা সমাধানে বরাবরের মত ফের আশ্বাস দিয়েছেন পৌর কর্তৃপক্ষ।

news24bd.tv 

ফরিদপুর শহরের অধিকাংশ সড়কই দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কের পিচ ঢালাই উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত।

সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। খানা-খন্দে ভরা এসব সড়কে প্রায়ই ঘটছে দূর্ঘটনাও। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

news24bd.tv


আরও পড়ুন: চার বছরেও শেষ হয়নি মিতু হত্যার তদন্ত


আবার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার বলার পরও কোন সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।  

তবে এসব সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে জানালেন পৌর মেয়র শেখ মাহ্তাব আলী মেথু।

সকল রাস্তা সংস্কারসহ পানি নিস্কাশনের জন্য পৌর কতৃপক্ষ দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে এমটা প্রত্যাশা স্থানীয়দের।  

news24bd.tv সুরুজ আহমেদ