জামালপুরের ইসলামপুরে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে

জামালপুরের ইসলামপুরে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে

তানভীর আজাদ মামুন, জামালপুর

জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

আজ সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপ- নির্বাচনে মো. সুরুজ্জামান নৌকা প্রতীকে, মো. মনির আহমেদ ধানের শীষ প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে মশিউর রহমান বাদল ও টেলিফোন প্রতীকে মো. মাহাবুব রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইসলামপুরের উপ নির্বাচনী কর্মকর্তা হোসনে আরা জানান, ৯টি ভোট কেন্দ্রে ৭১টি ভোট কক্ষে ২০ হাজার ৯৯৭ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষ, যুবককে কুপিয়ে হত্যা

যার মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮৪৪ জন আর নারী ১০ হাজার ১৩২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ নভেম্বর নোয়ারপাড়া ইউনিয়েনের নৌকা প্রতীকের চেয়ারম্যান গোলাম মোস্তফার মৃত্যুর পর এই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর