সুস্থ হয়ে জনসম্মুক্ষে হাজির ট্রাম্প (ভিডিও)

অনলাইন ডেস্ক

করোনা আক্রান্তের পর হাসপাতাল থেকে ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম জনসম্মুক্ষে হাজির হয়েছেন।  

শনিবার বিকেলে হোয়াইট হাউসের বারান্দা থেকে তিনি বক্তব্য দেন। সংবাদ মাধ্যম বিবিসির খবরে এমনটিই জানানো হয়েছে।

হোয়াইট হাউসের বারান্দা থেকে প্রায় ১৫ মিনিট বক্তব্য দেন ট্রাম্প।

তিনি যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী প্রতিবাদ ও বিক্ষোভের সমালোচনা করেন।

ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের নামে কৃষ্ণাঙ্গদের এবং হিস্পানিকদের দোকানপাট লুটতরাজ হচ্ছে। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এসব লুটতরাজকে শান্তিপূর্ণ প্রতিবাদ বলে সমর্থন জানাচ্ছেন। বক্তব্যে ট্রাম্পকে কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করতে দেখা যায়।


আরও পড়ুন: ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল কিম


এদিকে, ট্রাম্পের থেকে অন্যরা করোনায় সংক্রমিত হওয়ার আর ঝুঁকি নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি। করোনায় আক্রান্ত হওয়ার পর ট্রাম্পকে গত ২ অক্টোবর ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেওয়া হয়। তিনদিন হাসপাতালে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত সোমবার তিনি হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফেরেন।  

এদিকে ট্রাম্প জানিয়েছেন, সোমবার তিনি ফ্লোরিডার স্টানফোর্ডে 'বিরাট জনসভায়' ভাষণ দেবেন।

news24bd.tv সুরুজ আহমেদ