সুর তাল লয় হারিয়েছে গিটার ব্যবসায়ীরা (ভিডিও)

ফাতেমা কাউসার

অলস বিকেলে, পারিবারিক কোনো সঙ্গীত-সন্ধ্যায়, কিংবা বন্ধুদের সাথে আড্ডায় গিটার না হলে অনেকেরই চলে না। কিন্তু কেমন আছেন এই গিটার ব্যবসায়ীরা? 

রাজধানীর সাইন্স ল্যাবরেটরির দোকানগুলোতে করোনার আগে প্রতিদিন প্রায় ১৫-২০টি গিটার বিক্রি হলেও এখন দিনে দু একটির বেশি বিক্রি হয়না। এমন বাস্তবতায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন সংশ্লিষ্টরা।

news24bd.tv

সুর ও সঙ্গীতের ভক্ত যারা, তাদের কাছে তো বটেই, যারা সুর-সঙ্গীত নিয়ে ধারণা কম রাখেন এমন অনেক তরুণের কাছেও অবসরের অন্যতম বিনোদন গিটার।

সব মিলিয়ে অনেকেরই প্রিয় বাদ্যযন্ত্রের তালিকায় খুব সহজেই ছয় তারের গিটারের নাম এসে পড়ে।

news24bd.tv


আরও পড়ুন: প্রযুক্তির কল্যাণে ইতিহাস হবার অপেক্ষায় চিঠি ও ডাকঘর


রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা বরাবরই বাদ্যযন্ত্রের জমজমাট ব্যবসায় মুখরিত। কোলাহলে ছেয়ে থাকে চারপাশ। মহামারির মধ্যে যদিও সুর তাল লয় হারিয়েছে এই বাদ্যযন্ত্রের ব্যবসা।

আর তাইতো একজন গ্রাহকের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

news24bd.tv

করোনার আগে এসব দোকানে গড়ে অন্তত ১৫ থেকে ২০ টি অ্যাকোস্টিক গিটার বিক্রি হলেও এখন সেখানে ৩-৪ টি গীটার বিক্রি করাই যেন কঠিন হয়ে পড়েছে।

এমন বাস্তবতায় সুরযন্ত্রের দোকানগুলোতে যে নিস্তব্ধতা নেমে এসেছে তা খুব সহজেই কেটে যাবে, এমন প্রত্যাশা সবার।

news24bd.tv সুরুজ আহমেদ

এই রকম আরও টপিক